
বি এম ফয়সাল, কুবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত হাওর অঞ্চলের শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘হাওর স্টুডেন্ট'স এসোসিয়েশন’-এর ২০২৫-২৬ সেশনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২১-২২ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ তাজিম ভূইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে একই সেশনের গণিত বিভাগের মাহফুজুর রহমান দায়িত্ব পেয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সমাজতত্ত্ব বিভাগের এমদাদুল হক অপু। বুধবার (১৪ জানুয়ারি) সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এই পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভীর ইসলাম নাহিদ, বায়েজিদ মিয়া, তোফাজ্জল হোসাইন ও প্রিন্স দাস। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোজাহিদুল ইসলাম ও মো. আলফাজ এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে শাহরিয়ার চৌধুরী ইমন ও মো. শাওন মনোনীত হয়েছেন। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে অর্থ সম্পাদক আল আমিন ভূইয়া দীপ্ত, দপ্তর সম্পাদক মো. রিয়াদ ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক জুবায়ের আহমেদ এবং শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে ইখতিয়ার উদ্দিন দায়িত্ব পেয়েছেন। এছাড়াও বিভিন্ন উপ-সম্পাদক ও সম্পাদকীয় পদে আরও একঝাঁক শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করে এই শক্তিশালী প্ল্যাটফর্মটি সাজানো হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ তাজিম ভূইয়া তার প্রতিক্রিয়ায় বলেন, হাওর অঞ্চলের গৌরবময় পরিচয় ধারণ করে ভ্রাতৃত্বের বন্ধনে শিক্ষার্থীদের আবদ্ধ করাই তাদের মূল লক্ষ্য। হাওরের শিক্ষার্থীরা অত্যন্ত সম্ভাবনাময়, তাই তাদের ঐক্যবদ্ধ করে শিক্ষা ও অধিকার রক্ষায় এই সংগঠন একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা ও একটি সুশৃঙ্খল পরিবেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক অপু বলেন, হাওর অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে সংযোগ বৃদ্ধি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই সংগঠনকে একটি কার্যকর ও রোল মডেল সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে তারা কাজ করে যাবেন।
কমিটির অন্যান্য পদে ক্রীড়া সম্পাদক হিসেবে আহসানুল হক জনি, আইন সম্পাদক আরবি আক্তার, সংস্কৃতি ও সাহিত্য বিষয়ক সম্পাদক অনিন্দিতা নিধি এবং ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে নিশাত জাহান পর্ণা দায়িত্ব পালন করবেন। এছাড়া রাফি মাহমুদ, আয়েশা আক্তার, ইমা আক্তার ও মাহমুদ হাসানসহ বেশ কয়েকজনকে কার্যকরী সদস্য হিসেবে রাখা হয়েছে। উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাওর অঞ্চলের শিক্ষার্থীদের কল্যাণে এবং নিজেদের শেকড়ের ঐতিহ্য টিকিয়ে রাখতে দীর্ঘদিন ধরে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে।
আর.এম/সকালবেলা